আইসিটি খাতের সাফল্যের স্বীকৃতি স্বরূপ পাওয়া তিনটি আন্তর্জাতিক সম্মাননা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন মাননীয় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়মিত মন্ত্রিসভা বৈঠকের আগে ডব্লিউআইটিএসএ গ্লোবাল আইসিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড , ডিসিডি এপিএসি অ্যাওয়ার্ড ও গোভইনসাইডার ইনোভেশন অ্যাওয়ার্ডগুলো গ্রহণ করেন প্রধানমন্ত্রী।
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন হাই-টেক পার্কের অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষকে ডব্লিউআইটিএসএ গ্লোবাল আইসিটি অক্সেলেন্স অ্যাওয়ার্ডস-২০১৯ দেয়া হয়।
চলতি বছরের ১০ অক্টোবর আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে তথ্যপ্রযুক্তির অলিম্পিক খ্যাত ওয়ার্ল্ড কংগ্রেস অব ইনফরমেশন টেকনোলজির (ডব্লিউসিআিইটি) ২১তম আয়োজনে এই পুরস্কার গ্রহন করেন মাননীয় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস